Top
সর্বশেষ

আবাসন-নির্মাণ খাতকে বাধাগ্রস্ত করতে প্রস্তাবিত বাজেট: রিহ্যাব

১৮ জুন, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
আবাসন-নির্মাণ খাতকে বাধাগ্রস্ত করতে প্রস্তাবিত বাজেট: রিহ্যাব
নিজস্ব প্রতিবেদক :

রিয়েল এস্টেট খাতে বিনিয়োগের জন্য অপ্রদর্শিত অর্থ ব্যবহারের অনুমতি অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল। এসময় আবাসন, নির্মাণ খাতে প্রতিবন্ধকতার জন্য প্রস্তাবিত বাজেটের কথা উল্লেখ করেন তিনি।

শনিবার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বাজেট ঘোষণার আগে অনেক বিষয়ে প্রস্তাব দিয়েছিলাম আমরা। কিন্তু ২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমাদের প্রস্তাবগুলো উপেক্ষা করা হয়েছে।

রিয়েল এস্টেট খাতকে সমৃদ্ধ করার জন্য যথাযথ নীতি সহায়তা প্রদানের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জমি ও ফ্ল্যাট নিবন্ধনের খরচ কমাতে হবে। আগামী বাজেটে গৃহনির্মাণ ঋণের নামে ২০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করছি আমরা।

কনস্ট্রাকশন উপকরণের দাম কমাতে প্রয়োজনীয় উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রিহ্যাব সভাপতি।

শেয়ার