Top

মাগুরায় গাছে ঝুলিয়ে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুর ইসলাম গ্রেপ্তার

১৮ জুন, ২০২২ ২:২১ অপরাহ্ণ
মাগুরায় গাছে ঝুলিয়ে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুর ইসলাম গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুরে পাখি চুরির অপবাদে গাছে ঝুলিয়ে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩ দিন পর গতকাল শুক্রবার সন্ধায় নির্যাতনকারী সেই নুর ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ভাইরাল হয়। জেলার সর্বত্র তীব্র নিন্দার ঝড় ওঠে।

শুক্রবার সন্ধায় মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাল নির্যাতনকারী নুর ইসলামের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার পশ্চিম পাড়া এলাকার দিনমজুর শাহাবুদ্দিন এর ছেলে জীবনকে (১২) গ্রামের প্রতিবেশী বশির মৌলবীর ছেলে নূর ইসলাম (৩৮) বুধবার টিয়া পাখী চুরির অভিযোগে ধরে এনে রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে চরম নির্যাতন চালায়। এ-ই নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ছড়িয়ে পড়লে শুক্রবার বিকালে সেই ভিডিওটি ভাইরাল হয়।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার নুর ইসলাম গ্রামের শাহাবুদ্দিনের শিশু ছেলে জীবনকে দিয়ে বাড়ির গাছের আম পারায় নুর ইসলাম। এর পরদিন নুর ইসলামের বাড়িতে থাকা একটি পোষা টিয়াপাখি হারিয়ে যায়। এ ঘটনায় নুর ইসলাম জীবনকে সন্দেহ করে। অভিযোগে তাকে ধরে এনে রশিতে বেধে গাছে ঝুলিয়ে বেদম মারপিট করে নুর ইসলাম। এ সময় ঘটনার পর শিশু জীবনের বাবা শাহাবুদ্দিন মামলা করতে চাইলেও নুর ইসলামদের ভয় ভীতিতে পরে বাড়ি ফিরে যান।

শুক্রবার এ ঘটনায় শিশুটির বাবা শাহাবুদ্দিন শ্রীপুর থানায় নুর ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের কাছে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতুলে কান্নায় ভেঙে পড়েন শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে শিশু জীবনকে গাছে ঝুলিয়ে মারপিটের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে জেলা জুড়েই তীব্র নিন্দাসহ নুর ইসলামের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ওঠে।

সামাজিক মাধ্যমে ঘটনা ভাইরাল হওয়ার পর শ্রীপুর থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় দায়ী নূর ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে।ধুত নুর ইসলাম কে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার