Top
সর্বশেষ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

১৮ জুন, ২০২২ ৪:০১ অপরাহ্ণ
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। ১৮ জুন শনিবার সকালে সিভিল সার্জন অফিস ও শেরপুর পৌরসভার আয়োজনে সদর হাসপাতালে এ ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার,সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএমএ শেরপুর জেলা শাখার সভাপতি ডা. এম এ বারেক তোতা, আর এম ও খাইরুল কবির সুমন,জেলা হাসপাতালের তত্বাবধায়ক জসীম উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমিসহ আরও অনেকে।

এ বছর জেলায় মোট ১,৩৫৬ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ২৩,৭১৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ১,৮৩,৬৫০ জন সহ মোট ২,০৭,৩৬৪ জন শিশুকে এই ক্যাপ্সুল খাওয়ানো হবে।

 

শেয়ার