ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ সহ নোয়াখালীতে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৪ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির মৃত. হাবিবুর রহমানের ছেলে দাউদুল ইসলাম হেঞ্জু (৪০) এবং ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার দুধমুখা ইউনিয়নের বিজয়পুর গ্রামের ওবায়দুল হকের ছেলে শাহাদাত হোসেন সজীব (৩০)।
রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টায় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দকৃত ৩৪ গ্রাম ক্রিস্টাল মেথের আনুমানিক বাজার মূল্য ২৫ হাজার টাকা।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, স্বল্প সময়ের মধ্যে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে বিপজ্জনক মাদক ‘ক্রিস্টাল মেথ’। এটি একটি শক্তিশালী মাদক, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। ক্রিস্টাল মেথ অনেক দিন ধরেই নেশার জগতে পরিচিতি পেয়ে আসছে। বিশ্বব্যাপী নারী-পুরুষদের কাছে মারিজুয়ানার পরে এর চাহিদা ব্যাপক।