Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

শ্বশুর-শ্বাশুরিকে মারধরের অভিযোগ জামাতার বিরুদ্ধে  

২০ জুন, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
শ্বশুর-শ্বাশুরিকে মারধরের অভিযোগ জামাতার বিরুদ্ধে  
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীকে  মারধরের  পরে শ্বশুর শ্বাশুরিকেও আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে জামাতা ও তার পরিবারের বিরুদ্ধে।

গত শনিবার (১৮ জুন) রাতে পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে এন্তাজুল হক তার স্ত্রী আরজিনাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেধরক মারধর করেন।

পরদিন ১৯ জুন রবিবার সকালে এন্তাজুল শ্বশুর শ্বাশুরিকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসে। পরে এন্তাজুল তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আটকে রেখে এন্তাজুল ও তার ভাই ভাতিজারা  তাদের মারধর করে।

বর্তমানে এন্তাজুলের স্ত্রী আরজিনা বেগম, শ্বশুর আজহারুল ইসমাল, শ্বাশুরি লাকী বেগম গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজহারুল ইসলাম জানান, তার পকেট থেকে চৌদ্দ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তার জামাতা ও পরিবারের সদস্যরা।

অভিযুক্ত জামাতা এন্তাজুল হক ঐ গ্রামের মুনিরদ্দিনের ছেলে। এন্তাজুলের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

শেয়ার