Top
সর্বশেষ

পদ্মা সেতু উদ্বোধন: রাজধানীর হোটেল-মেসে তল্লাশি করবে পুলিশ

২০ জুন, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধন: রাজধানীর হোটেল-মেসে তল্লাশি করবে পুলিশ
নিজস্ব প্রতিবেদক :

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।’

পদ্মা সেতুর উদ্বোধন ও ধর্মীয় অনুষ্ঠানে নাশকতা রোধে রাজধানীর সব আবাসিক হোটেল ও মেসে তল্লাশি অভিযান চালানোর কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এরই মধ্যে এই নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো হয়েছে। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিকেলে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কেউ যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে তা প্রতিরোধে আবাসিক হোটেল ও মেসে তল্লাশি জোরদার করতে হবে।’

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে, সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে। গরুর হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।’

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

 

বিপি/ আইএইচ

শেয়ার