দিনাজপুরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুন) দিনাজপুরের সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডহাটের দক্ষিণে একটি ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ করেছে পুলিশ। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের বোর্ডহাটের দক্ষিণে একটি ধানখেতে এক যুবকের গলাকাটা লাশ দেখতে পায়। পরে লোকজন ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আস্কপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার সকালে স্থানীয়রা ধানখেতে একটি গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক মোঃ সেলিমুর রহমান জানান, ৯৯৯ এ সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি।তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের দিকে সিআইডির একটি তদন্ত দল রওয়ানা হয়েছে। তারা এসে পৌছলেই লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।