Top
সর্বশেষ

এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর

২০ জুন, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
এখনই সচল হচ্ছে না ওসমানী বিমানবন্দর
সিলেট প্রতিনিধি :

রানওয়ে থেকে পানি নামলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এখনই সচল হচ্ছে না সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচল। আরও কয়েকদিন এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিমানবন্দর পরিদর্শনে এসে সোমবার তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব এই বিমানবন্দর চালু করার চেষ্টা করব। তবে পানি না নামলে আমাদের তেমন কিছু করার নেই। ‘ফ্লাইট বন্ধ থাকায় যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরাও ফ্লাইট চালুর জন্য প্রস্তুত রয়েছি। পানি নামলেই ফ্লাইট চালু করা হবে।’ সারা দেশই বন্যায় তলিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘পুরো দেশই বন্যায় ক্ষতিগ্রস্থ। সরকার ও আওয়ামী লীগ মিলে প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় বন্যাদুর্গতদের জন্য কাজ করছে। এসব দুর্যোগ-দুর্বিপাক সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে।’

এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন) এয়ার কমোডর সাদেকুর রহমান বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এই বিমানবন্দরের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। আজকে থেকে ফ্লাইট চালুর কথা থাকলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় আরও কয়েকদিন ফ্লাইট বন্ধ থাকতে পারে।’

রানওয়েতে পানি ওঠায় শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল।
রোববার থেকে নামতে শুরু করে রানওয়ের পানি। সোমবার প্রায় পুরোটাই নেমে গেছে। তবে এখনও তলিয়ে আছে অ্যাপ্রোচ লাইট।

শেয়ার