Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

রংপুরে প্রাণিসম্পদ দপ্তরের পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ জুন, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
রংপুরে প্রাণিসম্পদ দপ্তরের পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপুর কোতয়ারী থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায়।

ওয়ালিউর রহমান আকন্দের স্ত্রী ও দুই সন্তান বগুড়ায় থাকেন। তিনি রংপুরে তার দফতরের পাশে জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি রুমে বসবাস করতেন।

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহায়ক বদিউজ্জামান জানান, মঙ্গলবার সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এসময় দরজা খোলা থাকায় ভেতরে ঢুকে বাথরুমের শাওয়ারের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের সদস্যদেও খবর দেওয়া হয়েছে। আমরা বিষটি খাতিয়ে দেখছি বলে জানান তিনি।

শেয়ার