Top
সর্বশেষ

মনজুরুল ইসলাম মিন্টু‘র কবিতা পদ্মা সেতু

২১ জুন, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
মনজুরুল ইসলাম মিন্টু‘র কবিতা পদ্মা সেতু
শিমুল খান :

পদ্মা সেতু

মনজুরুল ইসলাম মিন্টু

পদ্মা সেতু তুমি,
কোটি বাংগালির আবেগ,
দীর্ঘ প্রতীক্ষার সুফল
সদ্য জন্ম নেয়া শিশুর নাম
তুমি জাতির পিতার আদর্শে গড়া
দৃশ্যমান বিরল সম্মান।

পদ্মা সেতু তুমি,
খরস্রোতায় দুর্দান্ত, গতিতে চিরতরুণ
শোননি বারণ, মানোনি নদীশাসন
তবুও ভালোবেসে দিয়েছ দু,পাড়ের মানুষকে
মিলনের হাতছানি অবারিত মেলবন্ধন।

পদ্মা সেতু তুমি,
বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক দাপট
খরস্রোতা নদীতে স্থায়ী নির্মাণের ভীত
রুখবে আসবে যত ভুমিকম্প ঝড় ঝঞ্জাট।

পদ্মা সেতু তুমি,
ক্লান্তিহীন চাষির টাটকা ফসলের
বিশ্ব যাত্রায় যোগাযোগ সেতুবন্ধন
দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১জেলা তথা
দেশের জিডিপির উলম্ফন।

পদ্মা সেতু তুমি,
স্থাপনা জগতে অসাধ্য এক মহাবিস্ময়
সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব
চিরসুখের হিরন্ময়।

শেয়ার