Top

দারাজ ইলেকট্রনিকস সপ্তাহে রিয়েলমি স্মার্টফোনে ছাড়

২১ জুন, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
দারাজ ইলেকট্রনিকস সপ্তাহে রিয়েলমি স্মার্টফোনে ছাড়
নিজস্ব প্রতিবেদক :

রিয়েলমি নারজো ৫০ কেনা যাবে ১৭ হাজার ২২ টাকায়, যাতে ছাড় পাওয়া যাবে ৯৭৭ টাকা। রিয়েলমি সি৩৫ কেনা যাবে ১৬ হাজার ৯১ টাকায়, যার বাজারমূল্য ১৬ হাজার ৯৯০ টাকা। এসব ডিভাইসে গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ পর্যন্ত ছাড়।

‘দারাজ ইলেকট্রনিকস উইক’ উপলক্ষে রিয়েলমি গ্রাহকদের নির্দিষ্ট স্মার্টফোনের উপর ৫ থেকে ১১ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় অফার দেয়া হয়েছে। এই অফার চলবে ২১ জুন পর্যন্ত।

এ সময়ে রিয়েলমি সি২৫ওয়াই (৪+৬৪ জিবি) কেনা যাবে ১২ হাজার ৯৮১ টাকায়। যার বাজারমূল্য ১৩ হাজার ৬৯০ টাকা। রিয়েলমি সি১১ (২+৩২ জিবি) পাওয়া যাবে ৯ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৯ হাজার ৪৭১ টাকায়। এ ছাড়া রিয়েলমি নারজো ৫০ কেনা যাবে ১৭ হাজার ২২ টাকায়, যাতে ছাড় পাওয়া যাবে ৯৭৭ টাকা। রিয়েলমি সি৩৫ কেনা যাবে ১৬ হাজার ৯১ টাকায়, যার বাজারমূল্য ১৬ হাজার ৯৯০ টাকা। এসব ডিভাইসে গ্রাহকরা পাচ্ছেন ৫ শতাংশ পর্যন্ত ছাড়। রিয়েলমি ৮ ফাইভজি (৮+১২৮ জিবি) এখন পাওয়া যাচ্ছে ছাড়ের পর ২১ হাজার ৫০১ টাকায়, যা আগে ছিল ২২ হাজার ৯৯০ টাকা। ৬০০০ এমএএইচ ব্যাটারিসহ রিয়েলমি সি২৫এস (৪+১২৮ জিবি) কেনা যাবে ১৫ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ১৫ হাজার ৮১ টাকায়। অন্যদিকে রিয়েলমি সি২১ওয়াই (৩+৩২ জিবি) বিক্রি করা হচ্ছে ১০ হাজার ৭৮১ টাকায়, হ্যান্ডসেটটির আগে দাম ছিল ১১ হাজার ৪৯০ টাকা। রিয়েলমি সি১১ (৪+৬৪ জিবি) ১১ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ১১ হাজার ৩১১ টাকায় পাওয়া যাচ্ছে।

রিয়েলমি ৮ (৮+১২৮ জিবি) এখন কেনা যাবে ২৩ হাজার ৩৪১ টাকায়, যা আগে ছিল ২৪ হাজার ৯৯০ টাকা। রিয়েলমি ৯আই (৬+১২৮ জিবি) ২১ হাজার ৪৯০ টাকার পরিবর্তে ২০ হাজার ৪১ টাকায় কেনা যাবে। রিয়েলমি ৯আই (৪+৬৪ জিবি) ১৬ হাজার ৩৪১ টাকায়, সি২১ওয়াই (৪+৬৪ জিবি) ১১ হাজার ৯৫১ টাকা, সি৩১ কেনা যাবে ১৩ হাজার ২৪ টাকায়।

এ ছাড়া রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮+১২৮ জিবি) ৩৩ হাজার ৯৯০ টাকার পরিবর্তে ৩১ হাজার ৪৯১ টাকায় কিনতে পারবেন গ্রাহকরা। এসব ডিভাইসে গ্রাহকরা পাচ্ছেন ৭ শতাংশ পর্যন্ত ছাড়।

এরবাইরে কিছু স্মার্টফোনে ১১ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা। রিয়েলমি জিটি নিও ২ (৮+১২৮ জিবি) ৩৬ হাজার ৮৪১ টাকা, রিয়েলমি ৯ ছাড়ের পর ২৪ হাজার ৬৯১ টাকায়, নারজো ৫০আই (৪+৬৪ জিবি) ১০ হাজার ৭০১ টাকায় কেনা যাচ্ছে।

 

বিপি/আইএইচ

শেয়ার