Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

রংপুরে জাল টাকার ব্যবসার অভিযোগে এএসআইয়ের জামিন নামঞ্জুর

২১ জুন, ২০২২ ৫:৫৯ অপরাহ্ণ
রংপুরে জাল টাকার ব্যবসার অভিযোগে এএসআইয়ের জামিন নামঞ্জুর
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

এএসআই আমিনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রংপুরের জেলা ও দায়রা জজ শহিদুল ইসলাম এই আদেশ দেন। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, এএসআই আল আমিন বর্তমানে ঢাকা মেট্রোপলিটান পুলিশে কর্মরত। রংপুরে ট্রাফিক বিভাগে কর্মরত অবস্থায় জাল টাকা ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। গত বছরের ৫ জুলাই পুর্ব পরিচয়ের সূত্র ধরে আল আমিন তার দুইবন্ধু রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার জিসান ও মুলাটোল এলাকার সোহানকে রংপুর নগরীর সোডাপীর এলাকায় একটি হোটেলে ফোন করে ডেকে আনেন।

এরপর সেখানে তার পকেট থেকে ৫শ টাকার এক বান্ডিল জাল নোট দেখিয়ে বলেন এসব চালাতে পারলে অর্ধেক দাম দিলেই চলবে। তারা টাকা নিতে অস্বীকার করলে অনেকটা জোর করে ৫টি ৫’শ টাকার জাল নোট তাদের দিয়ে আল আমিন বলেন চেষ্টা করে দেখতে চালানো যায় কিনা।

এ ঘটনার পর দুই বন্ধু মিঠাপুকুর যান ওই দিন রাতেই বাসায় ফেরার পথে নগরীর দমদমা এলাকায় পুলিশ তাদের মোটরসাইকেল আটক করে তল্লাশী করে ৫টি জাল ৫’শ টাকার নোট পান। এরপর তাদের নগরীর তাজহাট থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন, ট্রাফিক পুলিশের এএসআই আল আমিন তাদের এসব টাকা চালাতে বলেছে।

পরে এ ঘটনায় তাজহাট থানার এসআই আসাদুল বাদী হয়ে জিসান, সোহান ও এএসআই আল আমিনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। আসামী জিসান ও সোহান আদালতে ১৬৪ ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে জাল টাকা এএসআই আল আমিন তাদের দিয়েছে বলে জানায়। পরে পুলিশ তদন্ত শেষে এএসআই আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ দাখিল করেন। ১৯ জুন এএসআই আল আমিন আত্মসর্মপন করলে তাকে জেল হাজাতে পাঠায় আদালত। মঙ্গলবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইজীবী পিপি আব্দুল মালেক জানান, পুলিশের এএসআই জাল টাকা ব্যবসার মামলার প্রধান আসামী তার বিরুদ্ধে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জসীট দাখিল করেছে। বিচারক সব কিছু বিচার বিশ্লেষণ করে তার জামিন নামঞ্জুর করেছেন।

শেয়ার