Top

বন্যার পানিতে কেন্দুয়ায় ২৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

২১ জুন, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
বন্যার পানিতে কেন্দুয়ায় ২৮ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বন্যার পানিতে বিভিন্ন ইউনিয়নে প্রায় ২৮ কিলোমিটার পাকা সড়কে পানি উঠে যায়। এতে করে ঐ সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার মোজাফরপুর ইউনিয়ন, চিরাং ইউনিয়ন, কান্দিউড়া ইউনিয়ন, নওপাড়াসহ কম বেশি উপজেলার ১৩ ইউনিয়নের পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা এলজিইডি অফিস সুত্র মতে, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব সড়কের ক্ষয়ক্ষতির চিত্র আরো বেশি ফুটে উঠছে বলে ধারনা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোন কালভার্ট বা ব্রিজ ভেঙ্গে যাবার খবর পাওয়া যায় নি।

কেন্দুয়া উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি কর্মকর্তা মো.মোজাম্মেল হোসেন মঙ্গলবার (২১জুন) বলেন, বেশ কিছু ইউনিয়নের সড়ক গুলোতে এখনো পানি থাকায় ক্ষয়ক্ষতির পুরো চিত্র জানা যায়নি।

আমরা প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করে জানতে পারলাম প্রায় ২৮ কিলোমিটার পাকা সড়ক বন্যার পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুরো চিত্র জানতে আরও কিছুদিন সময় লাগবে।

এখন পর্যন্ত বড় ধরনের কোন কালভার্ট বা ব্রিজ ভেঙে গিয়েছে এমন তথ্য পাইনি, তবে বন্যার পানি সম্পুর্ণ নেমে গেলে বলা যাবে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়েছে।

তিনি আরো বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, পুনর্নির্মাণ করার কাজ শুরু হবে।

 

শেয়ার