Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক আটক

২১ জুন, ২০২২ ৮:৫৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে ৮৫ পিচ ইয়াবাসহ অন্তর কর্মকার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার(২১ জুন) দুপুরের দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুলাইপত্তন প্রসন্ন বাইনের বাড়ির সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত অন্তর কর্মকর্তা উপজেলার টগবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুলাইপত্তন এলাকার প্রফুল্লা কর্মকারের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন ফকির বলেন, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন উপজেলার
টগবী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মুলাইপত্তন প্রসন্ন বাইনের বাড়ির সামনের এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অন্তর কর্মকারকে ৮৫ পিচ ইয়াবাসহ আটক করেন। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার