Top
সর্বশেষ

পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের গৃহ হস্তান্তর

২১ জুন, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
পিরোজপুরে গৃহহীনদের মাঝে পুলিশের গৃহ হস্তান্তর
পিরোজপুর প্রতিনিধি :

পদ্মা সেতুর উত্তর থানা ও দক্ষিণ থানার কার্যক্রম, বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি গৃহ হস্তান্তর পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২ টি পুলিশ হাসপাতাল এবং ৬ টি নারী ব্যারাক অনলাইন জিডি কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন কালে পিরোজপুর পুলিশ লাইনস থেকে বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর সাথে যুক্ত করেন গৃহ প্রাপ্তদের।

এসময় বাংলাদেশ পুলিশ কর্র্তক প্রাপ্ত গৃহ পেয়ে খাদিজা বেগম প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার অভিমত প্রকাশ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ.ম. রেজাউল করিম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ মো: হাবিবুর রহমান মালেক, জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্স শেষে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলার গৃহহীনদের মাঝে তাদের প্রাপ্ত গৃহটি হস্তান্তর করা হয়।

শেয়ার