Top
সর্বশেষ

ঢাকা মোটর শোতে অংশ নিচ্ছে টয়োটা-নাভানা লিমিটেড

২২ জুন, ২০২২ ১২:৩৯ অপরাহ্ণ
ঢাকা মোটর শোতে অংশ নিচ্ছে টয়োটা-নাভানা লিমিটেড
নিজস্ব প্রতিবেদক :

আগামী ২৩ জুন শুরু হতে যাচ্ছে মোটর প্রেমীদের জনপ্রিয় প্রদর্শনী ঢাকা মোটর শো-২০২২। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ২৫ জুন পর্যন্ত।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের আসরেও অংশ নিচ্ছে টয়োটা-নাভানা লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের প্যাসেঞ্জার কার এবং কমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্ন গাড়ির মডেলগুলো প্রদর্শন করবে।

টয়োটার প্যাসেঞ্জার কার প্যাভিলিয়নে এম পি ভি এবং এস ইউ ভি-এর মডেলগুলো প্রদর্শিত হবে। এছাড়া, টয়োটা কমার্শিয়াল হলে একটি প্যাভিলিয়নও থাকবে। সেখানে প্রদর্শিত হবে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট।

প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় মূল্যছাড় দেবে টয়োটা।

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর তিন দিনব্যাপী ১৫তম এই প্রদর্শনীর আয়োজন করেছে সেমস-গ্লোবাল ইউএসএ। প্রদর্শনীতে ব্র্যান্ড নিউ গাড়ি, বাইকসহ অটোমোটিভ জগতের নানা গাড়ি থাকবে।

 

বিপি/ আইএইচ

শেয়ার