Top
সর্বশেষ
শতাধিক পণ্য সেবায় শুল্ক–কর বাড়লো পুঁজিবাজারের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ ‘আর মাত্র কিছুদিন! এরপর জনগণ আপনাদের নিশ্চিহ্ন করে দিবে’ গ্যাসের দাম ১৫২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব: শিল্প-বাণিজ্যে অশনিসংকেত দেখছেন ব্যবসায়ীরা ‘৪৩তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন’ রাশিয়ার সামরিক বিমানঘাঁটির তেলের ডিপোয় ইউক্রেনের হামলা ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের অভিযোগ নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশি অভিবাসী আটক রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি

পীরগঞ্জে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা স্মরণে স্মৃতিস্তম্ভ

২২ জুন, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
পীরগঞ্জে শহীদ অধ্যাপক গোলাম মোস্তফা স্মরণে স্মৃতিস্তম্ভ
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফা স্মরণে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি ৭১’ উদ্বোধন করা হয়েছে।

২১ জুন মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার রঘুনাথপুর মহল্লায় শহীদ বুদ্ধিজীবী মোড়ে অধ্যাপক গোলাম মোস্তফার কবরের পাশে নির্মিত ‘স্মৃতি ৭১’ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

এ সময় পীরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহীম খান, আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতিমেহের এলাহী, সিনিয়র সাংবাদিক ফজলে ইমাম বুলবুল, শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার সন্তান সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক তৈয়ব আলী প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ই এপ্রিল অধ্যাপক গোলাম মোস্তফাসহ ৭জনকে পাকিস্তানী হানাদার বাহিনী ধরে নিয়ে গিয়ে জামালপুর (ভাতারমারী) ফার্মে বেনয়েট দিয়ে খুঁচিয়ে ও গুলি করে হত্যা করে। তারই স্মরণে তিন লক্ষ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। এর আগে ১৯৯৩ সালে বাংলাদেশ ডাক বিভাগ শহীদ বুদ্ধিজীবী হিসেবে অধ্যাপক গোলম মোস্তফার নামে স্মারক ডাকটিকিট বের করে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত স্মৃতি ১৯৭১ এর তৃতীয় খন্ড, অক্সফোর্ড এটলাস মুক্তিযুদ্ধে দিনাজপুর, মুক্তিযুদ্ধে ঠাকরগাঁও সহ বিভিন্ন বইয়ে তাকে নিয়ে বহু প্রবন্ধ ছাপা হয়।

 

শেয়ার