মাগুরা জেলার চার উপজেলায় চলতি মৌশুমে কলার বাম্পার ফলন হয়েছে। স্বল্প পুঁজিতে বেশি আয় করা যায বলে অনেকেই ঝুঁকছেন কলা চাষে। কলা চাষে চাষিদের অর্থনৈতিক স্বচ্ছলতাও এসেছে। ইতোমধ্যেই ভাগ্য বদলেছে অনেক চাষিদের।
মাগুরা জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২,৮৪০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। কলার ফলন ভালো এবং দাম ভালো পেয়ে অনেক চাষিরা কলার আবাদে ঝুঁকে পড়েছেন। শ্রীপুর উপজেলার ঘোশিয়াল গ্রামের কলাচাষি আবুল হোসেন বলেন, ৪০ বিঘা জমিতে কলা আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। কলার আবাদে সার ও বীজ এবং শ্রমিকের খরচ কম হয়। অন্য ফসলের তুলনায় কলা চাষে পরিশ্রমও কম হয়। কলা বিক্রিতেও ঝামেলা নেই। পাইকাররা বাগানে এসে কলা কিনে নিয়ে যায়।
দ্বারিয়াপুর গ্রামের চাষি আলতাফ হােসান বলেন, ৫০ বিঘা জমিতে কলা আবাদ করেছি। বিঘা প্রতি লাভ হয়েছে কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকা। কলা ছাড়া এলাকায় অন্য আবাদ নেই বললেই চলে। অথচ ৫ বছর আগেও এই এলাকায় কেউ কলার আবাদ করতো না।
একই এলাকার আরেক চাষি হাফজার বলেন, ১০ বিঘা জমিতে কলা আবাদ করেছি। বিঘাতে চাষাবাদ বাবদ খরচ হয়েছে ৪৫ হাজার টাকা। কলা বিক্রি হচ্ছে ১ লাখ থেকে এক লাখ ১০ হাজার টাকা পর্যন্ত পাওয়া গেছে।
মাগুরার কৃষি উপ-সহকারী কর্মকর্তা বলেন, কলা চাষে এই এলাকার কৃষকদের মাঝে অভূতপূর্ব সাড়া পড়েছে। সকলে কলা চাষে ঝুঁকেছেন। কলা চাষে বিঘা প্রতি খরচ ৪৫ থেকে ৫০ হাজার টাকা। বিক্রি হয় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। এখানে সবরি কলার বেশি আবাদ হয়। পাশাপাশি সাগর, মেহের সাগর ও অমৃত সাগর কলার আবাদও হয়।
উপজেলা কৃষি অফিসার বলেন, এবার কলার ভাল ফলন হয়েছে। কৃষকরা লাভবান হওয়ায় প্রতিবছরই আবাদ বাড়ছে। কলা চাষের জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে । মাগুরা ঢাকা মহাসড়কে ওয়াপদা মোড়ে এবং ইছাখাদাতে কলার পাইকারি বাজার বসায় প্রতিদিন এলাকার কৃষকরা এখানে তাদের উৎপাদিত কলা আমদানি করে পাইকারদের কাছে বিক্রি করে থাকে।