Top
সর্বশেষ

ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, অভিযুক্ত আটক

২৩ জুন, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন, অভিযুক্ত আটক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে ১৫ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনের ৬ঘন্টা পর ধর্ষক এক সন্তানের জনক সোহেল (২৬) কে আটক করেছে পুলিশ।

আটকৃত এক সন্তানের জনক লম্পট সোহেল পৌর এলাকার কেরোয়া গ্রামের আবদুস ছাত্তর বেপারীর ছেলে।

ধর্ষণের ঘটনায় বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর ফরিদগঞ্জ থানার এস.আই মো. নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ধর্ষক সোহেলকে আটক করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২২ জুন বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকায় নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ওই কিশোরী ধর্ষনের শিকার হন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের দায়ে অভিযুক্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং ধর্ষনের শিকার কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য আদালতের নির্দেশে মেডিকেলে প্রেরন করা হয়েছে।

বিপি/এএস

শেয়ার