Top
সর্বশেষ

ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই নজরুল গ্রেপ্তার

২৩ জুন, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই নজরুল গ্রেপ্তার
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

গত ১৮ এপ্রিল হাজীগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা সেলিম হত্যা মামলার প্রধান আসামী বড় ভাই নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাজীগঞ্জ উপজেলার হাড়িয়াইন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা গোপী দাস।

সম্পত্তি বিরোধের জের ধরে ছোট ভাই সেলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ঘটনাটি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন গ্রামের নতুন মিজি বাড়ীতে ঘটে। নিহত সেলিমের স্ত্রী বাদী হায়ে তিনজনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সেলিমের মরদেহ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে ময়না তদন্ত রিপোর্ট এখন পাওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে নিহত সেলিমের মেয়ে আয়েশা জানান, ১৮ এপ্রিল রবিবার সকালে তাদের বাড়ী মাপার জন্য শালিশি বৈঠক হওয়ার কথা ছিল। সকালে চাচা নজরুল ও বাবার জেঠাতো ভাই সেরাজুল ইসলামের ছেলে সোলায়মানদের শালিশিগণ আসে। তাদের পক্ষে কেউ না থাকায় বাবার সাথে নজরুল ও সোলায়মানের ঝগড়া হয়। এক পর্যায়ে প্রকাশ্যে লাঠি দিয়ে তার বাবাকে আঘাত করে নজরুল। ওইসময় সোলায়মান বাবার মুখে থাপ্পড় মারে। এতে বাবা ঘটনাস্থলে জ্ঞান হারান তার বাবা।

মামলার তদন্ত কর্মকর্তা গোপী দাস বলেন, ঘটনার পর থেকে বড় ভাই নজরুল ও তার ভাবীসহ আসামীরা পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নজরুল ইসলামকে আদালতে প্রেরণ করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি তদন্ত মো. ইব্রাহী খলিল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

শেয়ার