Top
সর্বশেষ

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী উনিশ বছর পর গ্রেপ্তার

২৩ জুন, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী উনিশ বছর পর গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইরে ১৯ বছর পর গর্ভবতী জুলেখা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি স্বামী সিরাজুলকে নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার ২২ জুন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস দল নারায়ণগঞ্জ জেলা সদরের চর সৈয়দপুর এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করে।

এদিকে আজ বৃহস্পতিবার ২৩ জুন দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, –“”২০০২ সালের জুলাই মাসে মানিকগঞ্জ সদর থানার বারাহিরচর এলাকার সিরাজুল ইসলাম এর সাথে সিংগাইর উপজেলার উত্তর জামশা গ্রামের মোঃ আব্দুল জলিল এর মেয়ে জুলেখা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে বেশকিছু নগদ অর্থ, গহণা এবং আসবাবপত্র বর পক্ষকে দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সিরাজুল আরও যৌতুকের জন্য জুলেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো এবং যৌতুক না দিতে পারলে তালাক দেয়ার ভয়-ভীতিও দেখাতো। ইতোমধ্যে জুলেখা বেগম ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জুলেখার পরিবারের পক্ষ থেকে কাঙ্খিত যৌতুক দিতে না পারায় সিরাজুলের সাথে পারিবারিক কলহ আরও বেড়ে যায়। সিরাজুলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে জুলেখার বাবা ও ভাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠকও হয়। এতে সিরাজুল আরও ক্ষিপ্ত হয়ে পড়ে এবং মনে মনে জুলেখাকে হত্যার পরিকল্পনা করে।”

এসম অধিনায়ক (র‌্যাব-৪) আরও জানান, “পূর্ব পরিকল্পনা অনুযায়ি সিরাজুল ২০০৩ সালের ৫ ডিসেম্বর জুলেখাকে নিয়ে শ্বশুর বাড়ি সিংগাইরের উত্তর জামশা গ্রামে যায়। সিরাজুল পরেরদিন ৬ ডিসেম্বর জুলেখাকে ডাক্তার দেখানোর কথা বলে মানিকগঞ্জ শহরে নিয়ে যায় এবং বিভিন্ন অজুহাতে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে গভীর রাতে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সিরাজুল মানিকগঞ্জ শহর থেকে জুলেখাকে নিয়ে শশুর বাড়ি না গিয়ে কৌশলে নিকটবর্তী কালীগঙ্গা নদীর পাড়ে নির্জন স্থানে নিয়ে যায়। পূর্বপরিকল্পনা অনুযায়ী সিরাজুল তার ব্যাগে থাকা গামছা বের করে জুলেখার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। সেই হত্যাকান্ডে জুলেখাসহ তার ৮ মাসের গর্ভস্থ সন্তানও হত্যার শিকার হয়। প্রথম স্ত্রী জুলেখাকে হত্যা করার পর সিরাজুল ঢাকা জেলার সাভারে কয়েকদিন আত্মগোপনে থাকে। পরবর্তীতে ২০০৫ সালে সিরাজুল পুনরায় বিয়ে করে। সে (সিরাজুল) তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চর সৈয়দপুর এলাকায় বসবাস করে আসছিল। নিজেকে আড়াল করার জন্য সিরাজ নাম ধারন করে নারায়ণগঞ্জ সদর থানাধীন চর সৈয়দপুর গ্রামকে বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরী করে। উল্লেখ্য যে, স্থায়ী ঠিকানা হিসেবে মানিকগঞ্জের বারাহিরচর ব্যবহার করে।

সরকারি নিয়ম অনুযায়ী আটক আসামী সিরাজুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

শেয়ার