ভোলার লালমোহনে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিক্সা থেকে ছিটকে পড়ে মাকসুদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত ৮ টায় লালমোহন-মঙ্গলসিকদার সড়কের নতুন মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাকসুদ উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের পূর্ব চরকালাচাঁদ এলাকার মোস্তাক মাওলানা বাড়ির তাজল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানাযায়, প্রায় একমাস আগে বড় মেয়ের বিয়ে হয়। মেয়ের শ্বশুর বাড়ি থেকে শুক্রবার মেহমান আসবে, তাদের জন্য বাজার
সদাই করতে অটোরিক্সা যোগে বাড়ি থেকে রওয়ানা দেন মাকসুদ। এসময় পিছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে বহন করা অটো রিক্সাকে ধাক্কা দেয়। এতে করে সে রিক্সা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হবে।