বন্যার্ত মানুষের পাশে আওয়ামীলীগ সরকার আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন আপনাদের সহযোগিতা করা হবে। আপনাদের খাবার, ঔষধ, চিকিৎসা সব ব্যবস্থা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বন্যায় একজন মানুষও যেন খাবার এবং ঔষুধের জন্য কষ্ট না পায়। বন্যা পরবর্তী সময় আপনারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন, সে ব্যবস্থাও করা হবে। তাই আপনাদের কোন চিন্তা নেই।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র পক্ষে এই কথা গুলি আপনাদের মাঝে বলার জন্য আমি এসেছি।
কথাগুলি নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল বলেছে।
শুক্রবার (২৪ জুন) উপজেলা মোজাফরপুর ইউনিয়নের একশত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে মানবিক সহায়তা ত্রাণ ও নগদ অর্থ তোলে দেন এমপি অসীম কুমার উকিল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছাঃ মাহমুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আসাদুল হক ভূইয়া, কেন্দুয়া থানার (ওসি) আলী হোসেন পিপিএম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাকির আলম ভূঁইয়া, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ।