Top

ঠাকুরগাঁওয়ে “জাঠিভাঙ্গার মৃত্যু পুরাণ” নাটক মঞ্চায়ন

২৪ জুন, ২০২২ ৯:১৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে “জাঠিভাঙ্গার মৃত্যু পুরাণ” নাটক মঞ্চায়ন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে “জাঠিভাঙ্গার মৃত্যু পুরাণ” নাটক
মঞ্চায়িত হয়। ২৩ জুন বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা বধ্যভূমি চত্বরে
এ নাটকটি মঞ্চস্থ হয়।

জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও রেপার্টরি নাট্যদলের পরিবেশনায় এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় নাটক মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, জেলা প্রশাসক পত্নী মোছা. জান্নাতুল ফেরদৌসী, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন, শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।

নাটকটিতে ১৯৭১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের জাঠিভাঙ্গায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার বিভিন্ন বিষয় ফুটে উঠে। নাটকটির ভাবনা ও পরিকল্পনা করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। রচনা ও নির্দেশনা ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিশেষ সহায়তায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুঁইয়া। ব্যবস্থাপনা ও সঙ্গীত পরিকল্পনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস। প্রসঙ্গত, ১৯৭১ সালের ২৩ এপ্রিল এখানে প্রায় তিন হাজার বাঙ্গলিকে হত্যা করে পাকিস্তানী বাহিনী ও তাদের দোসররা। একদিনে বিধবা হয় প্রায় তিনশ নারী। নিহত সবাই পাকিস্তানী বাহিনীর হাত থেকে বাঁচার জন্য সীমান্ত পাড়ি দিচ্ছিলেন। সরকার এখানে একটি স্মৃতিসৌধ নিমৃাণ করে।

শেয়ার