পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শনিবার (২৫ জুন) সকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেয় জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি মোহাম্মদ গোলাম হক্কানি, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, জেলা মহিলা আ’লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজ ও সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।