Top

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের র‍্যালি

২৫ জুন, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের র‍্যালি
সাতক্ষীরা প্রতিনিধি :

পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), সিভিল সার্জন ডাক্তার হুসাইন সাফায়াত, সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পুলিশিং কমিটির সভাপতি আলহাজ ডাঃ আবুল কালাম বাবলাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্কুল কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এসময় আলোচনা পর্বে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দক্ষিনের জেলা গুলোর মধ্যে সাতক্ষীরা অন্যতম। এখানকার ভোমরা স্থলবন্দর পদ্মাসেতুর কারনে নতুন মাত্রা পাবে। ব্যবসায়-বানিজ্যের প্রসার হবে। সাতক্ষীরা আরো উন্নত হবে। আন্তর্জাতিক পর্যায়ে সাতক্ষীরার গুরুত্ব বাড়বে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরার জন্য আশীর্বাদ। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আজ সারা বিশ্ব অবাক হয়ে দেখছে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু গড়তে পারে। প্রমত্তা পদ্মাকে বশে আনতে পারে। পদ্মাসেতু সাতক্ষীরা বাসীর জন্য আশীর্বাদ। এখানকার মানুষের জীবনমান উন্নত থেকে আরো উন্নততর হবে। আলোচনা সভা শেষে জেলা তথ্য অফিসের আয়োজনে বড় পর্দার মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের মূলপর্বস্থানীয় জনসাধারণকে দেখানো হয়। এদিকে, জেলায় পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানে সব ধরনের মানুষের মধ্যে এক ধরনের আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।

 

শেয়ার