Top
সর্বশেষ

‘৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত স্কুল খুলে দেওয়ার পক্ষে’

১৯ জানুয়ারি, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
‘৭৫ শতাংশ শিক্ষার্থী দ্রুত স্কুল খুলে দেওয়ার পক্ষে’

দেশের ৭৫ শতাংশ অর্থাৎ তিন-চতুর্থাংশ শিক্ষার্থী চায় দ্রুত স্কুল খুলে দেওয়া হোক। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিক্ষাকার্যক্রম চালানোর পক্ষে মত দিয়েছেন ৭৬ শতাংশ অভিভাবক। এছাড়া ৬২ শতাংশ শিক্ষক চলমান সিলেবাস সংক্ষিপ্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে মত দিয়েছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) এডুকেশন ওয়াচের এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে। তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সভাপতিত্বে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

রাশেদা কে. চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে আমরা নির্দ্দিষ্ট কোন সময়সীমা বেঁধে দিচ্ছি না। সরকারকে ধাপে ধাপে সক্ষমতা অর্জন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে। যাতে পরবর্তী ধাপে ভুলগুলো শুধরে নিতে পারে। সবার সুরক্ষা নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে।

তিনি বলেন, করোনা আক্রান্ত কম এলাকায় সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। সেখানে কোন ধরনের দূরশিক্ষনের ব্যবস্থা নেই। তাই পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেন ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে হবে।

শেয়ার