Top
সর্বশেষ

সংস্কার হচ্ছে চাতরী ইউনিয়নের হাজী বাদশা মিয়া সড়ক

২৫ জুন, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
সংস্কার হচ্ছে চাতরী ইউনিয়নের হাজী বাদশা মিয়া সড়ক
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি   :
চট্টগ্রামের আনোয়ারায় ৮নং চাতরী ইউনিয়নে দীর্ঘদিন ধরে সড়ক নিয়ে ভোগান্তিতে ছিল ৮নং ওয়ার্ডের বেশ কিছু পরিবার। তবে এসব পরিবারের একমাত্র যাতায়াত ব্যবস্থা হাজী বাদশা মিয়া সড়ক এবার সংস্কার হচ্ছে। সড়ক সংস্কার হওয়ায় এসব পরিবারের ভোগান্তি এবার লাঘব হবে। 
শনিবার (২৫জুন)  সড়কটির আর সি সি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। কাজের উদ্বোধন করেন চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দীন সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, চাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন,চাতরী  ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউল হক ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুল হক।
ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দীন সোহেল বলেন, জনগনের সেবা করাই হচ্ছে আমাদের জনপ্রতিনিধিত্ব। আমরা পরিকল্পনা ভিত্তিক উন্নয়নমূলক কাজ গুলো করে যাচ্ছি। বিশেষ করে মানুষের দুর্ভোগ লাঘব হয় এই কাজগুলো প্রধান্য দিচ্ছি।
শেয়ার