Top

পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উচ্ছ্বাসিত রাঙামাটিবাসী

২৫ জুন, ২০২২ ৬:৫৭ অপরাহ্ণ
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে উচ্ছ্বাসিত রাঙামাটিবাসী
রাঙামাটি প্রতিনিধি :

দেশের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী দিনে বাধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতেছে রাঙামাটিবাসীও। শনিবার (২৫জুন) সকালে কাঙ্খিত পদ্মা সেতুর উদ্বাধনী দিনে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে।

জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জিমনেসিয়াম চত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানু রহমান, পুলিশ সুপার মীর মোদাছছেছর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলার স্থানীয় বাসিন্দারা।

এদিকে রাঙামাটি জিমনেসিয়া প্রাঙ্গনে পদ্মা সেতু উদ্বোনী অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা করে জেলা প্রশাসন। সেতুর উদ্ধোধনী অনুষ্ঠান সরাসরি লাইভ স্কিনে দেখে উচ্ছাস প্রকার করে রাঙামাটিবাসী। শনিবার দুপুর ১১টা ৫৮ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন- স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ জেলার বাসিন্দারা। এসময় প্রধানমন্ত্রীর এই সফলতার ভূয়সী প্রশংসা করেন তারা।

প্রধানমন্ত্রী সেতু উদ্বোধনের পর পরই বেলুন উড়িয়ে রাঙামাটিতেও অনুষ্ঠানের উৎসব পালন করা হয়।

 

শেয়ার