Top
সর্বশেষ

ছাত্রলীগ নেতা আবু ছালেকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

২৭ জুন, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা আবু ছালেকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
আনোয়ারা  (চট্টগ্রাম)  প্রতিনিধি :
আনোয়ারা উপজেলা বৈরাগ ইউনিয়নের ছাত্রলীগ নেতা মোঃ আবু ছালেক (২৫) রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে সোমবার  (২৭জুন) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সে বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ গ্রামের আবুল কালাম সওদাগরের পুত্র।
তার এই অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। এছাড়া অনলাইন ফেসবুকে এখন শুধু আবু ছালেকের মৃত্যুর খবর আর খবর। কোনভাবেই মানতে পারছেন না যেন কেহই তার অকালে এভাবে না ফেরার দেশে চলে যাওয়াটা।
ছাত্রলীগ নেতা আবু ছালেকের  অকাল মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানিয়ে ও তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে গভীর  শোক প্রকাশ করেছেন বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী,উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল,সাবেক ইউপি সদস্য ওসমান মেম্বারসহ অসংখ্য শুভাকাঙ্খী, সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।
শেয়ার