Top
সর্বশেষ

রাঙামাটিতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

২৭ জুন, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
রাঙামাটিতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাঙামাটি জেলায় করোনা মোকাবিলায় সাধারণ পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। সোমবার (২৭জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।

বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা বিতরণ কাজে অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন- সারাদেশে আবারো করোনা সংক্রমণ বাড়ছে। যে কারণে রাঙামাটিবাসীকে করোনার করাল গ্রাস থেকে বাঁচাতে জেলা প্রশাসন দ্রুত উদ্রোগ গ্রহণ করেছে। এইজন্য হাট-বাজার, লঞ্চ ঘাট, রাস্তায় যেখানে সাধারণ মানুষ অস্থান করছেন তাদের সচেতন করতে এবং করোনা থেকে বাঁচাতে মাস্ক বিতরন করা হয়। পাশাাশি বাড়িতে প্রবেশের পূর্বে হাত ধোয়া এবং হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

শেয়ার