করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা ভারতের সঙ্গে ১১টি চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর মধ্যে সিলেট বিভাগের ৫টি।
গত রোববার (২৬ জুন) চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম ফের চালুর অনুমতি দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বিভাগটি। এমন চিঠি পাওয়ার পর সংশ্লিষ্ট চেকপোস্টগুলোতে তোড়জোড় শুরু হয়েছে। শুরু হয়েছে ধোয়ামুছার কাজ। অঘোষিত ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারিরা চেকপোস্টে ফিরে এসেছেন। অনুমতি পাওয়া সিলেট বিভাগের চেকপোস্টগুলো হলো- সিলেটের জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর, জুড়ীর বটুলী ও কুমারঘাট এবং হবিগঞ্জের বাল্লা। গত প্রায় দুই বছরের বেশী সময় থেকে এই চেকপোস্টগুলো বন্ধ ছিল। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি যাত্রী সাধারণকেও দূর্ভোগ পোহাতে হয়েছে।
চিঠির অনুলিপি বিজিবি মহাপরিচালক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও দপ্তর প্রধানদের দেয়া হয়েছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানাগেছে, করোনার মহামারিতে সারাদেশের মতই জকিগঞ্জ চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। এ চেকপোস্ট দিয়ে চিকিৎসা, পড়াশোনা, ভ্রমণ ও ব্যবসার জন্য পাসপোর্টধারী যাত্রীরা ভারত-বাংলাদেশে চলাচল করেন।
শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, জকিগঞ্জ শুল্কস্টেশনের কয়েক গজের মধ্যেই রয়েছে,- জকিগঞ্জ থানা, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি- বেসরকারি ব্যাংক। অপরদিকে, সীমান্তরেখা কুশিয়ারা নদীর ওপারেই রয়েছে ভারতের জেলা শহর করিমগঞ্জ। সেখানেও নিরাপত্তাজনিত ও যোগাযোগের সকল সুযোগ- সুবিধা হাতের নাগালেই রয়েছে।
জকিগঞ্জ স্থলবন্দরে কয়েকজন আমদানিকারক বলেন, জকিগঞ্জ স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীরা পণ্য আমদানি করেন। এসব পণ্যগুলো ভারতে গিয়ে দেখে শুনে কিনতে হয়। সে ক্ষেত্রে ভারতে যাওয়া খুবই জরুরি। কিন্তু ভারতে যেতে হলে অন্য চেকপোস্ট দিয়ে হয়ে যেতে হচ্ছে, এতে সময় ও খরচ বেশি লাগে। সরকার এই স্টেশনটি খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়ায় স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।
জকিগঞ্জ শুল্ক স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা আমিনুল হক বলেন, জকিগঞ্জ স্টেশনটি খুবই গুরুত্বপূর্ণ। সরকারি নির্দেশে স্টেশনটি ফের চালু হওয়ায় রাজস্ব বৃদ্ধির পাশাপাশি নানা সুফল পাওয়া যাবে।