Top
সর্বশেষ

ইবিতে সাতক্ষীরা জেলা কল্যাণের বরণ ও বিদায়

২৮ জুন, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
ইবিতে সাতক্ষীরা জেলা কল্যাণের বরণ ও বিদায়
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারিক সাইমুম সভাপতি ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী এক বছর তারা এই দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২৮জুন) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১৪০ নং কক্ষে সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায় অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

 

সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানূর রহমান। বিশেষ অতিথি হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলয়মান ও অধ্যাপক ড. আ.ছ.ম তরীকুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুতাপ কুমার ঘোষ, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শাহীনূর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোজাহিদুল ইসলাম, সোস্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক ড. শ্যাম সুন্দর সরকার, বায়োমেডিকেল অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম ও ইবি ল্যাব স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুজাম্মিল হক মোল্লাহ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মিজানূর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা প্রযুক্তির প্রতি আসক্ত হইয়ো না। প্রযুক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না করে। বিদায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতা যুগ। এখানে টিকে থাকতে হলে সেই ভাবে নিজেকে তৈরি করতে হবে। কখনও দুর্নীতির আশ্রয় নেবে না। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

শেয়ার