Top

সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ- নদীর পানি

২৮ জুন, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
সুনামগঞ্জে আবারও বাড়ছে নদ- নদীর পানি
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বন্যার পানি কমতে না কমতেই আবারও বাড়তে শুরু করেছে পানি। গত সোমবার থেকে উজানের ঢল নামায় নদ-নদীর পানি বাড়ছে। এদিকে ছাতক, দোয়ারাবাজারের পানি কোথাও বের হওয়ার জায়গা না পেয়ে কিছু কিছু নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। সুনামগঞ্জেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তাই নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ১০ সে.মি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমার পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।

অন্যদিকে ছাতকে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে বৃষ্টি হয়েছে ১৭০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার।

 

শেয়ার