Top
সর্বশেষ

শেরপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১

২৯ জুন, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
শেরপুরে ভারতীয় মদসহ গ্রেপ্তার ১
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবক নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

সোমবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা মেইল গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতি ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্য কাউসার সহ উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদীবাটা মেইল গেইট এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারী চালিত অটোগাড়ী থেকে ৩৬ বোতল ভারতীয় মদ সহ সজীব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মদের মধ্যে ২৪ বোতল ম্যাকডোনাল, ১২ বোতল বিয়ার(কিং ফিসার)। গ্রেপ্তারকৃত যুবক সজীব মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার