Top
সর্বশেষ

দৌলতখানে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু

২৯ জুন, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
দৌলতখানে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু

ভোলার দৌলতখানে ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে কুলসুম বেগম (৪৫) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পৌরসভা ২ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুলমসুম বেগম দৌলতখান পৌরসভা ১নং ওয়ার্ডের বেরিবাঁধ এলাকার ইউনুছ মালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানাযায়, নিহত কুলসুম বেগম দৌলতখান পৌরসভা বেড়িবাঁধ এলাকা থেকে আবুল কাশেম নামে এক ব্যক্তির অটোরিক্সা
যোগে উপজেলার পাটোয়ারি বাড়ির সামনে পৌছেন।

এসময় রিক্সাটি অন্য রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা রিক্সার যাত্রী কুলসুম বেগমকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার