Top

বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটক ৩৮

২৯ জুন, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
বগুড়ায় আবাসিক হোটেল থেকে আটক ৩৮
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৮জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ৩৮ জনের মধ্যে ২৩জন পুরুষ এবং বাকি ১৫জন নারী।

এদের অধিকাংশের বাড়ি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ফেনী, নেত্রকোনা, ভোলা, টাঙাইল, গাইবান্ধা, নারায়নগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর, বরিশাল ও নাটোর।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।

তিনি জানান, সদর থানা পুলিশের অভিযানে শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ৩৮জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার