Top
সর্বশেষ

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে নরসিংদী জেলা আ’লীগের ত্রাণ বিতরণ

২৯ জুন, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে নরসিংদী জেলা আ’লীগের ত্রাণ বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ করেছেনরসিংদী জেলা ও শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে শতাধিক ও জামালগঞ্জ উপজেলার মান্নানঘাট এলাকায় ক্ষতিগ্রস্থ দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ১টা লুঙ্গী ও একটা শাড়ি কাপড় বিতরণ করেন তারা।

একই সাথে নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল মতিন ভূইয়া দিনব্যাপী বন্যার্ত মানুষজনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন,সাবেক পৌরসভার মেয়র কামরুজ্জামান,জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মির্জা কাজি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রলীগের সভাপতি ইছা খলিল বাবু,সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান প্রমুখ।

শেয়ার