Top

শিক্ষক হত্যা ও লাঞ্ছনাকারীদের বিচার দাবি জবি নীলদলের

২৯ জুন, ২০২২ ৮:৫৯ অপরাহ্ণ
শিক্ষক হত্যা ও লাঞ্ছনাকারীদের বিচার দাবি জবি নীলদলের
জবি প্রতিনিধি :

কথিত ধর্ম অবমাননার পোস্টে সমর্থনের অভিযোগে গত ১৭ জুন নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো এবং গত ২৫ জুন জুন সাভারের আশুলিয়ায় দিস্মাল হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব উৎপল কুমার সরকার একজন শিক্ষার্থী দ্বারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্বাবিদ্যালয়(জবি) নীলদল।

বুধবার(৩০জুন) জবি নীল দলের সাধারন সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন স্বাক্ষরীত পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দুটি ঘটনায় সামাজিক অস্থিরতার চরম বহিঃপ্রকাশ একটি উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার অন্তরায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল উক্ত দু’টি ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যখন বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধন করছে এবং বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে তখন কিছু কুচক্রী মহল এই অর্জনকে করতে করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল এই অশুভ চক্র কে শক্ত হাতে দমনের জন্য জোর দাবি জানাচ্ছি।

শেয়ার