পদ্মা সেতুর সোনালী অধ্যায়ের নব দিগন্তে মাদারীপুর পৌর সভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ ৩য় মেয়াদে ৯৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার২৪১ টাকার মাদারীপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
মাদারীপুর পৌরসভার আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুরের সহযোগিতায় আয়োজিত “পদ্মা সেতুর সোনালী অধ্যায়ে মাদারীপুর পৌরসভায় বাজেট ঘোষণায় মুক্ত আলোচনা করা হয়েছে। আজ(৩০জুন) বৃহস্পতিবার মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, ব্যবসায়ী, সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সনাক ও সনাকের ইয়েস ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেনি পেশার ৮৫ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে,পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মনির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ হরষিত বিশ্বাস, প্যানেল মেয়র আইয়ুব খান, প্যানেল মেয়র সাইদুল বাসার টফি,প্যানেল মেয়র সাইয়েদা সালমা প্রমুখ। বাজেটে ৯৩ কোটি ৫৮ লক্ষ ৫৪ হাজার ২ শ ৪১ টাকা আয় ৯৩ কোটি ৫ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয় এবং ৫২ কোটি ৭৯ রক্ষ ২শত ৪১ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।
উল্লখ্য, বাজেটে পদ্মা সেতু বাস্তবায়ন হওয়ায় মাদারীপুর পৌরসভায় হরিজনদের মান উন্নয়নে ৪ তলা বিশিস্ট আবাসন প্রকল্প, ময়লা আবর্জণার ডাম্পিং জোন নির্ণান, পদ্মা সেতু গেটওয়ে প্রকল্প, শহরের জলা বদ্ধতা নিরশন,রাজস্ব আয় বৃদ্ধির জন্য শকুনী বাহারে ৩ তলা বিশিষ্ট আধুনিক শপিং মলসহ এমজিএসপি প্রকল্পে বিভিন্ন উন্নয়নমুলক কাজ সম্পাদনের খাদ ধরা হয়েছে।