Top
সর্বশেষ

হত্যা মামলায় পিতা ও পুত্রের ফাঁসির আদেশ

৩০ জুন, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
হত্যা মামলায় পিতা ও পুত্রের ফাঁসির আদেশ
রংপুর প্রতিনিধি :

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা আবুল বাশারতকে হত্যা মামলায় পিতা ও পুত্রকে ফাঁসি আদেশ ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষনা করেন। এসময় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী নুর আমিন ও তার ছেলে আদালতে উপস্থিত ছিলেন। বিষটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি।

মামলার এজাহারে জানা গেছে, রংপুরের কাউনিয়া উপজেলার জিগাবাড়ি গ্রামের বাসিন্দা আবুল বাশারতের মেয়েকে স্কুল যাওয়া-আসার পথে প্রায়াই উত্ত্যক্ত করতেন পাশের বিশ্বনাথপুর গ্রামের মাহবুর ইসলাম। তিনি বিষয়টি মাহবুর ইসলামের পিতা নুর আমিনকে জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ২০১৮ সালের ২৫ নভেম্বর আবুল বাশারতের ওপর হামলা করে। পরে তাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় আবুল বাশারতের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে মাহবুর ইসলাম, তার বাবা নুর আমিনসহ ৭ জনের নামে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালত নুর আমিন ও তার ছেলে মাহবুর ইসলামকে মৃত্যুদন্ডের আদেশ দেন। সেই সাথে তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি মাইদুল ও মাহফুার রহমানকে খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টফি জানান, এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বাদীপক্ষ রায়ে সেেন্তাষ প্রকাশ করেছে এবং ফাঁসির রায় দ্রæত কার্যকরের দাবি জানিয়েছে।

আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরী জানান, তারা ন্যায্য বিচার পাননি। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

শেয়ার