Top
সর্বশেষ

১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করলো হাজীগঞ্জ পৌরসভা

০১ জুলাই, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করলো হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

কোন প্রকার বাড়তি কর আরোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ২০২২- ২৩ অর্থ-বছরের ১১৪ কোটি ১৪ লক্ষ ২০ হাজার ২৫০পঞ্চাশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুন হাজীগঞ্জ পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অ.স.ম মাহবুব উল আলম লিপন দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ২৭ কোটি ৯ লক্ষ ১ হাজার ২৫০ টাকা, ব্যায় ধরা হয়েছে ২৬ কোটি ২৭ লক্ষ ৫ হাজার টাকা । উদ্বৃত্ত রাখা হয়েছে ৮১ লক্ষ ৯৬ হাজার ২৫০ টাকা।

উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লক্ষ ১৯ হাজার টাকা।ব্যায় ধরা হয়েছে ৮৩ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ৫৪ হাজার টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৪ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। ব্যায় ধরা হয়েছে ১০৯ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার টাকা। বাজেটে সর্বমোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ৬২ ৬২ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। জেলায় এই প্রথম বড় বাজেট ঘোষণার করেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন।

বাজেট অনুষ্ঠানে মেয়র প্রথমে জাতির জনক ও তাঁর পরিবারের গভীর প্রতি শ্রদ্ধা একাত্তরের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অনুষ্ঠান শুরু করেন।

হাজিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে ও বাজার পরিদর্শক সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, পৌরসভার পানি বিদ্যুৎ শাখার প্রকৌশলী মাহবুব আলম। বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান।

শেয়ার