Top
সর্বশেষ

বর্ষার পানি টলমল করে তবুও দেখা নেই দেশীয় মাছের!

০২ জুলাই, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
বর্ষার পানি টলমল করে তবুও দেখা নেই দেশীয় মাছের!

পানি আসে পানি যায় তবুও আগের মতো দেখা যায়-না দেশীয় প্রজাতির মাছ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কথায় থাকলেও কাজে নেই। এ যেন এখনকার সময়ে শুধু গল্প।

সকাল থেকে বিকাল মাছের খুঁজে অনেকে কিন্তু দিন শেষে কিছু মাছ পাওয়া যায়, তা-ও আবার পুকুরে চাষ হওয়া বিভিন্ন প্রজাতির মাছ। চারদিকে পানি আর পানি কিন্তু দেশীয় প্রজাতির মাছ গেল কই এই প্রশ্ন এখন অনেকের মনে।

সাম্প্রতিক বন্যায় পুকুর ডুবে হাওরে বেড়িয়েছে কিছু মাছ। সেই মাছ এখন ধরা পড়ছে বিভিন্ন জালে। এইসব মাছ শিকার করতে সকাল থেকে বিকাল পর্ষন্ত নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গ্রাম-গঞ্জের লোকজন অপেক্ষা থাকে কিন্তু পাওয়া যাচ্ছে না দেশীয় সেই শিং,কই,মাগুরসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ।

দেশীয় জাতের মাছ কি এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, একটা সময় ছিল বর্ষা মৌসুম আসলে বাড়ি পাশের খাল-বিল, নদী-নালায় বিভিন্ন প্রজাতির দেশিয় মাছের ভরপুর ছিল। গ্রামের সকল বয়সের মানুষ মাছ শিকার করত। মাছ শিকারের এক মহোৎসব চলত। মাছ শিকার করে অনেকে জীবিকা নির্বাহ করতেন।

এখন আগের মত মাছ নেই, মাছ শিকারের পেশাও নেই। বর্তমান সময়ে অনেকে জমিতে মৎস্য খামার করে মাছ চাষ করছেন। এইসব মৎস্য খামারে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে মাছ বড় করা হয়। যার ফলে মাছের যে পরিমান স্বাদ থাকার কথা সেইসব স্বাদ এখন নেই।

দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা আগের মত খাল- বিল, নদী-নালায় দেশীয় মাছ না পাওয়ার কারণ হিসেবে অনেকে বলেছেন, অধিক পরিমাণে ফসলি জমিতে কীটনাশক, পোনা মাছ নিধন, বিষাক্ত বর্জ ফেলাসহ নানাবিধ কারণে দিন দিন কমে যাচ্ছে দেশিয় প্রজাতির মাছ।

এছাড়ও বর্ষা মৌসুমে অবৈধ কারেন্ট জাল, মশারি জাল, বেড় জাল,চায়না দুয়ারী বা ম্যাজিক জাল ব্যবহার করে দেশীয় মা মাছ শিকার করা হচ্ছে।

যে কারণে মাছ সময়মত বংশ বৃদ্ধি করতে না পাড়ার দিন দিন দেশীয় মাছের সংখ্যা কমে যাচ্ছে। হয়তো সামনে একটা সময় আসবে দেশীয় মাছের নাম বই পুস্তকে থাকবে বাস্তবে দেখা যাবে না।

শেয়ার