Top
সর্বশেষ

শেরপুরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ

০২ জুলাই, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
শেরপুরে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরে বন্যা দুর্গত এলাকায় স্বাস্থ্য সেবায় নেমেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। সেই সাথে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণও করেছেন তারা।

শুক্রবার(১জুলাই) দিন ব্যাপী স্বাচিব কেন্দ্রিয় মহাসচিব ডাঃ এমএ আজিজ স্যারের নির্দেশনায় শেরপুর জেলা শাখার উদ্যোগে ঝিনাইগাতি উপজেলার বন্যা কবলিত এলাকায় এক ফ্রী মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় ডাঃ এটিএম মামুন জোস এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফ্রী মডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, বিএমএ ও স্বাচিপ সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাদিম হাসান, উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডাঃ মোঃ মোবারক হোসেন, ডাঃ মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ খায়রুল কবির সুমন, ডাঃ রাজিব সাহা, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল করিম, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল আমীন মুক্তা, ডাঃ উম্মে জান্নাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ।

এইদিনে বন্যা দুর্গত শতাধিক মানুষকে স্নাস্থ্য সেবা ও ত্রাণ বিতরণ করা হয়।

শেয়ার