Top
সর্বশেষ

মাদারীপুরে রডের চাপায় শ্রমিক নিহত

০২ জুলাই, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
মাদারীপুরে রডের চাপায় শ্রমিক নিহত
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার কাজীর মোড় এলাকায় রডের চাপায় সেলিম মোল্লা(৫০) নামের এক শ্রমিক মারা গেছে।

শনিবার (০২জুলাই)সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মোল্লা (৫০)সদর উপজেলার মধ্যে খাগদী মৃত্যু রসিদ মোল্লা ছেলে।

পুলিশ ও স্হানীয় লোকজনের তথ্য মতে জানা যায়, জাহাঙ্গীর আলম টেডার্সের রডের দোকানে কাজ করছিলো সেলিম। এরপরে পা ছিলিপ করলে নিচে পরে যাওয়া অবস্থায় উপরের রড মাথায় পরলে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, রডের চাপায় পড়া শ্রমিক সেলিম মোল্লা হাসপাতালে আাসার পূর্বেই মারা গেছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন,শুনেছি রডে চাপা পড়ে সেলিম মোল্লা নামের শ্রমিক মারা গেছে। এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ হলে তদন্ত করে আইনি ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার