Top
সর্বশেষ

নদীতে তলিয়ে যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র ৩ দিনেও উদ্ধার হয়নি

০২ জুলাই, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ
নদীতে তলিয়ে যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র ৩ দিনেও উদ্ধার হয়নি
মিলাদ জয়নুল, সিলেট :

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রলারের ধাক্কায় পুলিশের টহল নৌকাডুবিতে নদীতে তলিয়ে যাওয়া দু’টি আগ্নেয়াস্ত্র ৩দিনেও উদ্ধার হয়নি। ফায়ার ব্রিগেডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও হারিয়ে যাওয়া অস্ত্রের সন্ধান মিলেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এখনও পর্যন্ত অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার আবারও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে কোম্পানীগঞ্জের চেঙ্গেরখাল নদীতে ট্রলারের ধাক্কায় পুলিশের টহল নৌকাডুবিতে দু’টি আগ্নেয়াস্ত্র নদীতে তলিয়ে গেছে।

এ সময় নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়েছেন। তবে তাদের ব্যবহৃত দুটি অস্ত্র পানিতে তলিয়ে যায়। অস্ত্র দু’টির মধ্যে পুলিশের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল রয়েছে।

শেয়ার