সরবরাহ থাকার পরও নীলফামারীর বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ ও মরিচের ঝালে ক্রেতাদের নাভিশ্বাস। ঈদুল আজহা সামনে রেখে চাহিদা বাড়বে এ সুযোগে আড়তদার ও ব্যবসায়ীরা পেঁয়াজ ও মরিচ মজুত করছেন বলে জানান ভোক্তারা।
ব্যবসায়ীদের দাবি, মোকামে দাম বেড়ে যাওয়ায় পণ্য দুটির দাম বেড়েছে। তবে বাজারের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকার কৃষকের স্বার্থেই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে। তবে কৃষকের পরিবর্তে এই সুযোগ কাজে লাগিয়ে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা।
দেশে পেঁয়াজ ও মরিচের পর্যাপ্ত সরবরাহ থাকলেও পাইকারী ব্যবসায়ীরা পেঁয়াজ ও মরিচের দাম বাড়িয়ে দিয়েছেন। দিনাজপুরের হিলি স্থলবন্দর আমদানি- রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশীদ হারুন বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রায় দুই মাস থেকে আমদানি বন্ধ থাকায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়নি। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে।
এ ছাড়া প্রতিবারের মতে এবারও ঈদে পেঁয়াজের চাহিদা বেড়েছে তার সাথে সাথে মরিচের দাম বেড়েছে। ফলে বাজারে দাম বাড়তে শুরু করেছে পেঁয়াজের। তিনি আরও বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দাম কমে আসবে। স্থলবন্দরের আমদানি কারকেরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য সব সময় প্রস্তুত রয়েছেন।
সৈয়দপুর পৌর সবজি মার্কেটের আড়তদার রফিক মিয়া সাইদুল ইসলাম বলেন,বাজারে ভারত থেকে আমাদানি করা কোনো পেঁয়াজ নেই। দুই তিন দিন আগে বাজরে ভারতীয় পেঁয়াজ আসছে এমন সংবাদে আড়তে ৫ থেকে ৬ টাকা কমে পেঁয়াজ কেজি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়। কিন্তু এটা ছিল গুজব, তাই শনিবার আবারও পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৩৮ থেকে ৪০ টাকা দরে,যা খুচরা বিক্রি হচ্ছে ৪৫-৪৬ টাকায়।
নীলফামারী বড়বাজারে পেঁয়াজ কিনতে আসা ফারুক হোসেন জানান, আর ক’দিন পরে কেরাবানির ঈদ। ঈদে মসলা জাতীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছেন। বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা রনি ইসলাম জানান, শনিবার আড়ত থেকে ৪২ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আড়ত থেকে দোকানে আসার পরিবহন খরচ, দোকানের ভাড়া হিসাব করে প্রতি কেজি ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি করছি। এ ছাড়া পেঁয়াজ বাছাই করতে অনেক নষ্ট ও পচা পেঁয়াজ ফেলে দিতে হয়।