Top
সর্বশেষ

ময়মনসিংহে পিকআপ-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত-২

০৪ জুলাই, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহে পিকআপ-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত-২
রাকিবুল হাসান রুবেল, ময়মনসিংহ :

ময়মনসিংহের সদরের রঘুরামপুর এলাকায় পিকআপ ও মাহিন্দ্রার সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রঘুরামপুর ভাই ভাই হ্যাচারীর সামনে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী সরকার বাড়ির গিয়াস উদ্দিন সরকারের ছেলে হারুনুর রশীদ সরকার (৩৫) ও অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্র ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলার রঘুরামপুরস্থানে বিপরীত থেকে আসা একটি খালি মুরগির পিকআপের সাথে সংঘর্ষের এঘটনা ঘটে।

এতে মাহিন্দ্রার ৫ যাত্রী আহত হয়। পরে আহতের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যায়।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যান ও মাহিন্দ্রা জব্দ করেছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার