Top
সর্বশেষ

সড়কে তিন কিশোর বন্ধুর প্রাণ, সর্বত্র শোকের ছায়া

০৪ জুলাই, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
সড়কে তিন কিশোর বন্ধুর প্রাণ, সর্বত্র শোকের ছায়া
মিলাদ জয়নুল, সিলেট :

অমি, আজিম ও জসিম। তারা তিন বন্ধু। চলাফেরা একসাথে। একজন ছাড়া আরেকজন চলতে পারতো না। এমন সম্পর্ক ছিলো মেধাবি এই তিন শিক্ষার্থীর সঙ্গে। তারা জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

রোববার সকালে বিজ্ঞান বিভাগের এই তিন শিক্ষার্থী সিলেট শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে মোটরসাইকেল যোগে জেলার জৈন্তাপুর উপজেলায় ঘুরতে যায়। ফেরার পথে বিকাল তিনটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩নং গেইটের সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু মাটিতে লুটে পড়েন এবং ঘটনাস্থলে আজিম উদ্দিন (১৬) মারা যায়। এরপর হাসপাতালে নেয়ার পথে ফাহিম রহমান অমি (১৬) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। অমির পর সিওমেক এ চিকিৎসাধীন থাকা জসিম উদ্দিনও (১৬) দুই বন্ধুর মতো পরপারে পাড়ি জমান। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই তিন ছাত্রের সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের কাছের বন্ধু নাসির উদ্দিন। তিনিও জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণিতে পড়েন। অমিদের বাসায় এসেছেন তিনি। একপর্যায়ে কথা হয় এ প্রতিবেদকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি আজিম ও জসিমের সঙ্গে নার্সারি থেকে পড়ালেখা করে আসছি। আর অমির সঙ্গে পরিচয় ক্লাস সিক্সে। ওরাঅত্যন্ত মেধাবী ছিল। আমরা একসঙ্গে স্কুলে যেতাম। একসাথে চলাফেরাও করতাম। কিন্তু আকস্মিক এক ঝড়ে আমাদের দূরত্ব সৃষ্টি করে দিলো। আর একসাথে স্কুলে যাওয়া হবে না। আড্ডাও দেয়া হবে না। এটা মেনে নিতে পারছি না। সত্যিই খুবই কষ্ট হচ্ছে।’

নাসির আরও বলেন, ‘এখন পর্যন্ত ঘাতক ড্রাইভার ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ, তা খুবই দুঃখজনক। আমরা চাই আমাদের সহপাঠী ও বন্ধুদের যে ট্রাক চাপা দিয়ে মেরেছে তারা শাস্থি পাক।’

ফাহিম আহমদ অমি সিলেট মহানগর যুবলীগের আহ্বাক কমিটির সাবেক সদস্য সুবেদুর রহমান মুন্নার একমাত্র ছেলে। তারা এক ভাই ও এক বোন।

আজিম উদ্দিন মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ উদ্দিন মহরির ছেলে আর জসিম একই থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের আটগ্রাম খেওয়া এলাকার আব্দুল আহাদের ছেলে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। তবে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

শেয়ার