Top
সর্বশেষ

রংপুরে মাদ্রাসা ছাত্রকে বলৎকার চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার

০৪ জুলাই, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
রংপুরে মাদ্রাসা ছাত্রকে বলৎকার চেষ্টা, শিক্ষক গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

মাদ্রাসা ছাত্রকে বলৎকার চেষ্টার ঘটনায় শিক্ষক আমির হামজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কাউনিয়া থানা পুলিশ ওই শিক্ষককে উপজেলার মীরবাগ এলাকা থেকে গ্রেফতার করে। আমির হামজা মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ইসমাইল মন্ডলের ছেলে। সে কাউনিয়া উপজেলার সোনাতন উম্মে হানী মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষক।

রংপুর জেলা পুলিশের সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান, মাদ্রাসা শিক্ষক আমির হামজার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে স্পর্শকাতর স্থানে হাত বুলানোর অপরাধে ভ‚ক্তভোগীর ছাত্রের বড় ভাই থানায় অভিযোগ দেয়।

এ ঘটনায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। রোববার অভিযুক্ত শিক্ষক আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেয়া হবে।

শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী ছাত্রের বড় ভাই জানান, গত ২১ জুন রাত ২ টায় শিক্ষক আমির হামজা মাদ্রাসার আবাসিক কক্ষে থাকা ওই ছাত্রের সাথে জোরপূর্বক বলৎকার করার চেষ্টা করে।

এ সময় ওই ছাত্র চিৎকার করার চেষ্টা করলে আমির হামজা তাকে নানা ভয়-ভীতি দেখায়। পরদিন ওই ছাত্র বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। পরিবারের সদস্যরা মাদ্রাসার পরিচালক, স্থানীয়, ইউপি চেয়ারম্যানকে অবগত করে পহেলা জুলাই কাউনিয়া থানায় ওই শিক্ষকেরবিরুদ্ধে অভিযোগ দেয়।

শেয়ার